ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফেনী জুড়ে নিন্দার ঝড়
- Updated Oct 14 2023
- / 467 Read
নিজস্ব প্রতিনিধি:
ফেনী জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে। বিষয়টির প্রতিবাদ জানাতে গতকাল শুক্রবার ফেনী জেলা শহর ও উপজেলা শহরগুলোতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা ও ইসলামী সমমনা সংগঠনগুলো। এসব কর্মসূচী সাধারণ মুসলিম ও বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশ নেন।
গতকাল শুক্রবার ফেনী শহরে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন ফেনী জেলা শাখা। মিছিলটি ফেনী শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, খেজুর চত্ত্বর, ট্রাংক রোড প্রদক্ষিণ করে ফেনী বড় জামে মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ফেনী জেলার উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, সহ সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামী যুব আন্দোলনের ফেনী জেলা সভাপতি মুফতি সালাহুদ্দীন আইয়ুবী, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতী আতাউল্লাহ কবির ভূইয়া, ছাত্র আন্দোলনের ফেনী জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ফোরকান প্রমূখ। এছাড়াও কর্মসূচীতে সাধারণ মুসল্লী ও ধর্মপ্রাণ ব্যক্তিরা অংশ নেয়।
এদিকে একই দিন বাদ আসর ফেনী জহিরিয়া জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা কমিটি। মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অগ্রভাগে ছিলেন জাতীয় ইমাম সমিতি ফেনী জেলা শাখার সভাপতি মুফতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসাইন মজুমদার। বিক্ষোভ মিছিলে ফেনীর বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা অংশ নেয়। এছাড়াও ফেনীর বিভিন্ন উপজেলা শহরেও ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচী থেকে ইসরাইলি হামলা বন্ধ করে ফিলিস্তিনীদের মানবিক সহায়তা দেয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় পুরো মুসলিম বিশ^ জিহাদের ডাক দিতে বাধ্য হবে বলেও কর্মসূচী থেকে হুশিয়ারী দেয়া হয়।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত